খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

খুলনায় জন্মাষ্টমী উৎসবে শফিকুল আলম তুহিন

জন্মাষ্টমীর চেতনায় ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও মানবকল্যাণে একসাথে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এবং শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের তৃতীয় দিন রোববারের অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ভাগবত আচার্য্য শ্রী বিল­মঙ্গল দেবনাথ দাসজীর মনোমুগ্ধকর প্রবচন অনুষ্ঠিত হয়। এরপর আয়োজিত হয় গীতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি ভক্তবৃন্দ ও উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে জন্মাষ্টমীর চেতনায় ধর্মীয় স¤প্রীতি, সামাজিক ঐক্য ও মানবকল্যাণে সকলকে একসাথে কাজ করার আহŸান জানান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহŸায়ক রতন কুমার মিত্র এবং সঞ্চালনায় ছিলেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। এ সময় বক্তব্য রাখেন শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিমান সাহা, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা পূজা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাশ, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক দীপংকর মন্ডল লিটন, সাংস্কৃতিক সম্পাদক আশিষ কুমার সিনহা উৎপল, পূজা সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, সহ-পূজা সম্পাদক দীপংকর সাহা বাবু, উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী, প্রবীর রায়, সাগর সাহা, কার্যনির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহা, তপন চক্রবর্তী, এড. পংকজ সাহা, মিঠু কুমার দে মিঠুন, শীতলাবাড়ী মন্দির কমিটির সহ-সভাপতি দিনেশ দাস ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব দস, মাসুদুল হক হারুন, জামার হোসেন দিপু, শেখ সরোয়ার, শাহারুজ্জামান শাহিন, আরিফুর রহমান, ফয়সাল তালুকদার, মিজানুর রহমান লিটন, জিয়াউর রহমান আপন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ