খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

এক মাসের আল্টিমেটাম বঞ্চিত শ্রমিকদের

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪০ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নে (রেজিঃ নং-৬২২) মৃত শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ তীর ইউনিয়নের সভাপতি মোঃ সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে ইউনিয়নে একচ্ছত্র্য আধিপত্য বিস্তার, অর্থ আত্মসাৎ ও লেনদেনে অস্বচ্ছতার প্রতিবাদে ইউনিয়ন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন বঞ্চিত ও ভুক্তভোগী শ্রমিকরা।
বিক্ষোভ চলাকালে অসহায় পঙ্গু, বেকার শ্রমিক ও মৃত শ্রমিকদের কল্যাণের বিপুল পরিমাণের অর্থ ক্যাশে জমা না দিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন বঞ্চিত শ্রমিকরা। দীর্ঘদিন ইউনিয়নের সাধারণ সভা হয় না বলেও অভিযোগ তাদের। সাধারণ সদস্যরা আয়-ব্যয়ের হিসাব সম্পর্কে কিছুই জানে না। অথচ যেখানে বছরে একবার সাধারণ সভায় ইউনিয়নের সকল আয়-ব্যয়ের হিসাব সাধারণ সদস্যদের সামনে প্রকাশের বিধান রয়েছে গঠনতন্ত্রে। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক  ইউনিয়নের চার হাজার কার্ড রিনিউ আছে যার মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা। মৃত সদস্য রয়েছে ৬১জন। যাদের টাকা এখনো পরিশোধ করা হয়নি। গঠনতন্ত্রের অনিয়মের বিষয়টি সামনে আসলে প্রতিবাদ জানান খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। শনিবার বিকেল ৩টায় সোনাডাঙ্গাস্থ খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে প্রতিবাদ জানান শ্রমিক সংগঠনটির শ্রমিকরা। ইউনিয়নের ৮ হাজার ৭০০ শ্রমিক রয়েছেন। আগামী এক মাসের মধ্যে মৃত সদস্যদের পরিবারের মাঝে প্রাপ্য অর্থ বিতরণ ও সাধারণ সভার মাধ্যমে ইউনিয়নের আর্থিক আয়-ব্যয় প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
এসব বিষয়ে জানতে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইলে গতকাল (রোববার) রাত ১০টার দিকে একাধিকবার কল করলেও তিনি রিসিভি করেননি।

্রিন্ট

আরও সংবদ