খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

খুলনায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০১:৪১ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


খুলনায় পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুই বছর বয়সী শিশু আরজিয়া ও রূপসা উপজেলার রামনগর এলাকার মোঃ ওমর। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আরজিয়া নগরীর শিববাড়ি মোড়, ইব্রাহিম মিয়া রোড এলাকার বাসিন্দা মোঃ মেহেদী হাসানের মেয়ে। রোববার দুপুর ১টার দিকে বাড়ির সামনে খেলা করার সময় অসাবধানতাবশত ওয়াসার হাউজের মধ্যে পড়ে অচেতন হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, মোঃ ওমর শেখপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পঞ্চমতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
 

্রিন্ট

আরও সংবদ