খুলনা | মঙ্গলবার | ১৯ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

শিপইয়ার্ড সড়কের কাজ বন্ধ করায় আমরা খুলনাবাসীর প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১৯ অগাস্ট ২০২৫


খুলনার শিপ ইয়ার্ড সড়কের প্রশস্তকরণ, সস্কার ও পুনঃনির্মাণ কাজ বন্ধ করে জন ভোগান্তির বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন, দীর্ঘ ১ যুগ ধরে শিপইয়ার্ড সড়কটি প্রশস্থকরণ, সস্কার, পুনঃনির্মাণের নামে জন ভোগান্তি চলছে।  ২০২২ সালের ২০ জানুয়ারি সড়কটি প্রশস্তকরণ, সংস্কার ও পুনঃনির্মাণ কাজের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান লিমিটেড ও অ্যান্ড মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড (জয়েন্ট ভেন্চার) নামীয় প্রতিষ্ঠান। 
চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করে জন সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেক কাজ ও শেষ করতে পারিনি অথচ প্রকল্পের বাজেট বেড়ে ২৫৯ কোটি টাকা করা হয়। যা রাষ্ট্র তথা জনগণের টাকার অপচয় হয়েছে। তিনি আরো বলেন, খুলনার মানুষ জানতে চায় কি কারণে কার স্বার্থে শিপইয়ার্ড সড়কের  কাজ বন্ধ করে গত ৭ আগস্ট কেডিএ’র সাথে চুক্তি বাতিল করেছেন; তা সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
সভায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আ: সালাম, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কাম, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জাহাঙ্গীর চৌধুরী টিপু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মামুন অর রশিদ, মোঃ মাসুদ হোসেন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেনসহ প্রমুখ। এর পূর্বে বেলা ১১টায় নেতৃবৃন্দ লবনচরা থানার পাশ্বে টেক্সটাইল ইউনিস্টিউট খুলনা ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন এবং অতিথি ছিলেন ইউনিস্টিউটের ডেপুটি ডাইরেক্টর বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এম এম আইয়ুব রানা ওসমানি। উপস্থিত ছিলেন ইউনিস্টিউটের ট্রেজারার আকন মনিরুজ্জামান প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ