খুলনা | মঙ্গলবার | ১৯ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১৯ অগাস্ট ২০২৫


‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   
মৎস্য ও সমুদ্র বিজ্ঞান অনুষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. মোঃ আসাদুজ্জামান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। 
অনুষ্ঠানে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের ওয়াগিনেনজেন বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানের বিশিষ্ট গবেষক ও খুলনার কৃতি সন্তান ডঃ ইফতেরুল আলমের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন এক সময় বন্ধ হয়ে যাবে। পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব। এ সময় বক্তারা, সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। উৎপাদিত মাছ যাতে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মৎস্যখাতে গবেষণায় আরও গুরুত্ব দিলে এই উৎপাদনের যাত্রা আরও বাড়ানো সম্ভব। আধুনিক ও আমিষ নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আধুনিক মৎস্য খাত গড়ে তোলা। আধুনিক মৎস্য খাতে উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। মৎস্য খাত থেকে সর্বোচ্চ অবদান রাখার লক্ষ্য নিয়ে ভবিষ্যতে ফিসারিজ গ্র্যাজুয়েটদের আরো কাজ করতে হবে।

্রিন্ট

আরও সংবদ