খুলনা | মঙ্গলবার | ১৯ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

পাইকগাছার ইউএনও-ওসির সাথে মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১৯ অগাস্ট ২০২৫


পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ-এর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা- ৬ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি সোমবার সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে দুই কর্মকর্তার সাথে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেন। 
মতবিনিময়কালে মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা কয়রার প্রধান সড়কের বাক সরলীকরণ, এলজিইডি’র সড়ক উন্নয়ন কাজ, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পৌর সদরের খ্রিস্টান স¤প্রদায়ের আবাসন ব্যবস্থা স¤প্রসারণ, পানির ট্যাংকি জলাধার বিতরণ, শিববাটী ব্রিজের টোল ফ্রি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, নায়েবে আমীর মাওলানা সম আব্দুল¬্যাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুল ইসলাম, সাবেক শিবির নেতা আব্দুল­¬াহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও শিবির নেতা তামিম রায়হান।

্রিন্ট

আরও সংবদ