খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২

চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিষেক

চিতলমারী প্রতিনিধি |
০৬:২৭ পি.এম | ১৯ অগাস্ট ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২ টায় হাসপাতাল রোডের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। গত ২২ মে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা কমিটি গঠন করা হয়। 

কমিটিতে দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম ফকিরকে সভাপতি, শান্তিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাহিদুর রহমান শেখকে সাধারণ সম্পাদক, বড়বাড়িয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুজ্জামান প্লাবনকে সাংগঠনিক সম্পাদক ও এ. কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাগেরহাটের চিতলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন খড়িয়া-আরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদার। 

অভিষেক অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ১১১ টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

্রিন্ট

আরও সংবদ