খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে বাস থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ২০ অগাস্ট ২০২৫


গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২০ কেজি ৫২০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০৷ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা।
মঙ্গলবার রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এদিজ দুপুর দেড়টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি
দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর হাইওয়ে রোডে চেকপোস্ট স্থাপন করে তল­াশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-১৩৪৩ নম্বর দোলা পরিবহনের বাস থেকে ২০ কেজি ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাহাতাব মনির ও ওয়াশিম সিদ্দিকী।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রী সেজে বিভিন্ন যাত্রীবাহী বাসে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। তাদের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ