খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

তেরখাদার সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

তেরখাদা প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৫


সরকারি সফরের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার তেরখাদা উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জনগণের জন্য সেবা কার্যক্রমের মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকিই ছিল এ সফরের মূল উদ্দেশ্য।
সকালে তিনি প্রথমে বারাসাত ইউনিয়ন পরিষদ, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা থানা, ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক দপ্তরগুলোর বিভিন্ন রেজিস্ট্রার ও নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন এবং জনগণের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেন।
থানায় পরিদর্শনকালে অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান থানার সার্বিক কার্যক্রম তুলে ধরেন। জেলা প্রশাসক পুলিশ প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশ দেন।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় জেলা প্রশাসক ক্লাসরুম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পাঠদানের মান উন্নয়নে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহŸান জানান তিনি। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। প্রশাসনের ভূমিকা হবে সেবাধর্মী, দায়বদ্ধ ও স্বচ্ছ।’ সফরকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ, ওসি মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
 

্রিন্ট

আরও সংবদ