খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২০ অগাস্ট ২০২৫


খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। 
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল তিনটার দিকে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং ৭১, ৯০, ২৪ এর জুলাই বিপ্লবে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। 
উক্ত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। 
নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর মহিলা দলের আহŸায়ক সৈয়দা নার্গিস আলী, মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন, মহানগর কৃষক দলের আহŸায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক মুনতাসির আল মামুন। 
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহŸায়ক ও সদস্যবৃন্দ এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫টি থানার নবগঠিত কমিটির আহŸায়ক ও সদস্য সচিবদের নেতৃত্বে খুলনা মহানগর আওতাধীন ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের নেতৃবৃন্দ।   
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল এর মোড়ে গিয়ে শেষ হয়।

্রিন্ট

আরও সংবদ