খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

২৪নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সংগ্রহ উদ্বোধন

সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায় : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ২০ অগাস্ট ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭১ এর স্বাধীনতা বিরোধীদের ছত্রছায়ায় ফ্যাসিবাদরা মাথা চাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। 
উদ্বোধকের বক্তব্যে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ৫ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর দেশের অতীত ইতিহাস মুছে ফেলার চক্রান্ত হয়েছে। বলা হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আসলে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। প্রকৃত স্বাধীনতা আমরা ৭১ সালেই অর্জন করেছি। মূলত ৭১-এর পরাজিত শত্র“রাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছে। ’৭১ আর ’২৪ এক বিষয় নয়। বরং এসব বলে মুক্তিযুদ্ধের সময় নিহত লাখো শহিদ এবং যাদের সম্ভ্রমহানি হয়েছে তাদের অসম্মান করা হচ্ছে। তিনি ’৭১ এর পরজিত শক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহŸান জানিয়েছেন।
২৪নং কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, নগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বায়েজিদ হোসেন, শেখ সরোয়ার, জি এম মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, ডাঃ আব্দুস সালাম, এবি এম জাকির হোসেন, শেখ সাবু, মোঃ সাহারুজ্জামান শাহিন, ২২নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান দিপু, ২৮নং ওয়ার্ল্ড বিএনপি’র সংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, নগর যুবদলের যুগ্ম-আহবায়ক বজলুর রহমান রাজা, রাফিজুর রহমান খান রাসেল, মো:নাসির উদ্দিন, দুলাল হোসেন, নাঈম হাসান হাসিব, আতিয়ার রহমান বাবু, নজরুল ইসলাম সবুজ, শরিফুল ইসলাম টিটু, আব্দুল আলীম, আতিয়ার রহমান, কামরুল ইসলাম, আব্দুল­াহ আল মামুন, শাহ আলম, শহিদুল ইসলাম, কামাল শিকদার, আবুল হোসেন, এনামুল শেখ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন বাবু, নগর মহিলা দল নেত্রী কাওসারী জাহান মঞ্জু, সদর থানা মহিলা দলের যুগ্ম-আহŸায়ক ওয়াহেদা পারভিন রুমানা, লায়লা পারভীন, শারমিন আক্তার তানিয়া, মিনা বেগম, সুইটি বেগম, কাকলি খানম ও ফরিদা আক্তার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ