খুলনা | বুধবার | ২০ অগাস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২

আওয়ামী লীগ দেশের উন্নয়নের নামে লুট করেছে : লবি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৯ এ.এম | ২০ অগাস্ট ২০২৫


সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগর লবি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে দেশে উন্নয়নের ভরাডুবি হয়েছে। ডুমুরিয়া-ফুলতলা উপজেলায় অনেক গ্রাম রয়েছে যেখানে যোগাযোগের অবস্থা খুবই খারাপ। দেশে উন্নয়নের নামে তারা লুট করেছে। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসায় যোহরের নামাজ আদায় শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাক আহম্মেদের সভাপতিত্বে লবি আরো বলেন, বিলডাকাতিয়ায় ১ হাজার ৬০০ একর জমির উপর সৌর গ্রিড স্থাপনের পরিকল্পনা চলছে। এখানে ৫০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা জাতীয় গ্রিডে যোগ হবে। এটা বাস্তবায়ন হলে ডুমুরিয়া ও ফুলতলার মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে।
তিনি বলেন, উন্নত রাষ্ট্রে কম্পিউটারে লোক নিচ্ছে। সেসব দেশে বাংলাদেশিদের চাকুরির সুযোগ রয়েছে। তাই সাজিয়াড়া মাদ্রাসায় একটি কম্পিউটার কক্ষ তৈরি করে সেখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আগামী সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বিজয়ী হলে প্রতিটি গ্রামগঞ্জে উন্নতমানের মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দেয়ার কথা বলেছেন আলি আসগার লবি।
বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাজিয়াড়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার ও সিনিয়র মুহাদ্দিস মাওঃ আব্দুর রহমান। এ সময়ে মাওঃ আব্দুল গফ্ফার, মুফতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, খান আবজাল হোসেন, জিন্নাত আলী মোড়ল, আব্দুল মান্নান, মাওঃ খলিলুর রহমানসহ অনেক মুসলি­রা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ