খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

নগরীর বিভিন্ন থানাতে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদর থানা ও সোনাডাঙ্গা থানা, খালিশপুর ও দৌলতপুর থানা, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের পৃথক যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। 
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক মুনতাসির আল মামুন। উদ্বোধক মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিরাজুর রহমান মিরাজ ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।
সদর ও সোনাডাঙ্গা : বুধবার বেলা দেড়টায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ রফিকুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসপাতালের  বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরিষ্কার শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে  হাসপাতালটির ড্রেনসহ বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো এবং ডাস্টবিন স্থাপন করা হয়। 
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক গোলাম কিবরিয়া ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রায়হান বিন কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব মোঃ রাকিবুল হাসানসহ সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
খালিশপুর ও দৌলতপুর : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা থানা দু’টতে স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। বুধবার দুপুর ১২টায় খুলনা বিশেষায়িত হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ শেখ আবু শাহীনের উপস্থিতিতে হাসপাতালের  বিভিন্ন স্থানে  ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। 
পরিষ্কার শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে হাসপাতালটির ড্রেনসহ বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, ডাস্টবিন স্থাপন এবং বিভিন্ন গাছে পাখির অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে পাখির বাসা স্থাপন করা হয়। 
পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ বেলাল হোসেন সুমন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক গোলাম সামদানি ও সদস্য সচিব আল আমিন রতন, সিনিয়র যুগ্ম-আহŸায়ক শেখ জুয়েল, মাহমুদুল হাসান শিমুল, কাজী শাহজাহান ইসলাম, সাজিদ রানা, রাজু, মিরাজ, রুবেল, রানা, মাসুদুলসহ খালিশপুর  ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
খানজাহান আলী থানা : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। 
খানজাহান আলী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল­াল হোসেনের সভাপতিত্বে ও থানা সদস্য সচিব মাসুম বিল­াহ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠণের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু। উদ্বোধক ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিরাজুর রহমান মিরাজ। 
এ সময় উপস্থিত ছিলেন মুনতাসির আল মামুন , মাহমুদ হক টিটু, হেলাল হোসেন সুমন, আহবায়ক খালিশপুর থানা, মিরাজ উদ্দিন শুভ, মনজুর শাহীন রুবেল, বেলাল হোসেন সুমন, সুমন,আলামিন, ফাহাদ হাসান, মোঃ মামুন শেখ, মোঃ আল আমিন শেখ, রেজাউল ইসলাম, ইমরান মোল­া, রাকিবুল ইসলাম, শেখ বাহাউদ্দিন, মাসুদ হোসেন, আলী আক্কাস, আলাউদ্দিন পাটোয়ারি, মোঃ শুকুর শেখ, মোঃ আলমগীর হোসেন ইমন, শেখরাব্বি, কায়সেদ আলী, ইমাম হোসেন তুষার, শুকুর হাওলাদার, সজীব, সালাউদ্দিন, খাইরুলসহ থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ