খুলনা | শনিবার | ২৩ অগাস্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২

কুষ্টিয়ার ভেড়ামারায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ২২ অগাস্ট ২০২৫


জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন মুফতি আমীর হামজা বলেছেন বদর, উহুদের যুদ্ধ আমরা দেখিনি। বদর-উহুদ না আসলেও আামাদের সামনে আসছে ভোট যুদ্ধ। এ যুদ্ধে তাঁরই বিজয়ী হবে, যারা ইসলামের পক্ষে থাকবে। এবার ইসলামের পক্ষে একটা ব্যালট থাকবে। এই সিদ্ধান্ত হয়েছে। দেশে চাঁদাবাজির বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
তিনি গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টের অডিটরিয়ামে ওলামা সম্মেলন-২০২৫এ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন। তিনি আরোও বলেন ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ ইসলামের পক্ষের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিলো। ইসলামী বক্তা রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের কন্ঠ রোধ করেছিল। আমাকেও ৩ বছর জেলে আটকে রেখেছিল। মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল।
ভেড়ামারা উপজেলা জামায়াতের ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দীন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর। বিশেষ অতিথি হসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী। ভেড়ামারা পৌর জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি হাসান মুরাদ, মাওলানা আবু সাঈদ শাহীন, মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি আবদুল­াহ আল মামুন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ