খুলনা | শনিবার | ২৩ অগাস্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২

১৫নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ২৩ অগাস্ট ২০২৫


খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগরীর ১৫নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর ১৫নং ওয়ার্ড খালিশপুর গার্লস মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ১৫নং ওয়ার্ড বিএনপি সার্বিক সহযোগিতায় ও খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহবায়িকাবৃন্দ উঠান বৈঠকের আয়োজন করে। 
খুলনা মহানগর মহিলা দলের আহবায়ক কমিটির সদস্য ও খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহবায়িকা মিসেস মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন খুলনা মহানগর মহিলা দলের আহŸায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী। উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, এছাড়া উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলাদলের আহবায়ক সদস্য কওসারী জাহান মঞ্জু, খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহŸায়ক আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল, নাদিরা হাসান তুলি, ময়না, আফরোজা জামান, কাজলী বেগম, নিলুফা ইয়াসমিন জলি, পারভীন, রাশিদা সরোয়ার, নুরুন্নাহার, তিশা, ডেইজি, রিনা, ফাতেমা, নাসিমা, লিমা প্রমুখ। 
অনুষ্ঠান শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

্রিন্ট

আরও সংবদ