খুলনা | শনিবার | ২৩ অগাস্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২

সিইউসি স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ২৩ অগাস্ট ২০২৫


সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনা কর্তৃক পরিচালিত সিইউসি স্কুলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজের সভাপতিত্বে সহকারী শিক্ষক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন সিইউ সাইট প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, উপদেষ্টা রোটারিয়ান পিপি মোঃ ইস্তেখার আলী বাবু, উপদেষ্টা মোঃ রায়হান আহমেদ তাসিন, সিইউসি সভাপতি মোঃ শাহিন হোসেন, মোঃ শহিদুল­াহ শহীদ, মোঃ ইমদাদ আলী প্রমুখ। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরিফা ইসলাম খুকুমণি, গাজী রাজিবুর রহমান, কারিমা আক্তার, মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মুর্শিদা আক্তার, আজিজুর রহমান, ধনঞ্জয় রায়, কার্তিক চন্দ্র মন্ডল, সালমা আক্তার, ঝরনা বেগম, হাওয়া রিয়া, মোঃ সোহান, এসকে তানভীর, উম্মে উমামা রাত্রি, সিইউসির সদস্য বৃন্দ, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ