খুলনা | শনিবার | ২৩ অগাস্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২

মানবতা বিরোধী অপরাধ : রমনা সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২৩ অগাস্ট ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
খাগড়াছড়ি থেকে গ্রেফতার শচীন মৌলিককে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সেফাতুল­াহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা শচীন মৌলিককে আটক করে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সংযুক্ত ছিলেন।
আবেদনে তদন্তকারী কর্মকর্তা উলে­খ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেটে কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউতে বাবুল টাওয়ারের সামনে এবং ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর ও কারওয়ান পর্যন্ত এবং আশপাশ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর শচীন মৌলিক মরণাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যায়। যা ধারায় মানবতা বিরোধী অপরাধ।
 

্রিন্ট

আরও সংবদ