খুলনা | শনিবার | ২৩ অগাস্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ২৩ অগাস্ট ২০২৫


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোঃ হিমেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত হিমেল ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে এবং রাজন গ্র“পের অনুসারী। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক এমদাদুল হক এমদাদ এবং  কিশোরগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›দ্ব ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছে। যা আজকে সংঘর্ষে রূপ নেয়।
অপর দিকে আহত হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেলে রাজনের পক্ষের লোকজন এমদাদের বাড়িঘরে আগুন দেয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল­াহ আল মামুন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ