খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

সোহান-সাইফ ফেরায় বাংলাদেশ টি-টোয়েন্টি দল শক্তিশালী

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৭ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


গেল কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে নুরুল হাসান সোহান ও সাইফ হাসান আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।  
আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করে গাজী আশরাফের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। নেদারল্যান্ডস সিরিজের দলে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি। পারিবারিক কারণে বাদ পড়েছেন মিরাজ। 
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের গাজী আশরাফ বলেন, ‘দুর্ভাগ্যবশতঃ আমাদের কাছে বিকল্প খেলোয়াড়ের ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জ বা পারফরমার নেই।’ ‘সোহানের খেলার ধরণের উপর আমাদের আত্মবিশ্বাস এবং আস্থা আছে। বিশেষ করে ৫ বা ৬ নম্বর পজিশনে। আমরা মনে করি, সে আমাদের খুবই ভাল পছন্দ। এই মুহূর্তে জাকের আলী অনিকের সেরা ব্যাক-আপ সোহান।’ আড়াই বছরেরও বেশি সময় আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহান। দেশের জার্সিতে ২০২৩ সালের এশিয়ান গেমসে সর্বশেষ খেলেছেন সাইফ। 
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে অস্ট্রেলিয়া সফরে আছেন সোহান এবং সাইফ। এই সিরিজে ৬ ম্যাচ করে খেলে সাইফ ১২১.১০ স্ট্রাইক রেটে ১৩২ এবং নুরুল ১১৩.৮৬ স্ট্রাইক রেটে ১১৫ রান করেছেন। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১৩৮.৯৩ স্ট্রাইক রেটে ১৮২ রান এবং জুলাই মাসে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) একই দলের জার্সিতে ৫ ম্যাচে ৬৫ রান করেছিলেন সোহান। গত বিপিএলে সোহানের সাথে একই দলে খেলেছিলেন সাইফ। ১৩ ম্যাচে ৩০৬ এবং জিএসএলে ৪ ম্যাচে ৮৪ রান করেছিলেন তিনি।
৩০ আগস্ট থেকে সিলেটের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ খেলতে নামবে টাইগাররা। এশিয়া কাপে ‘বি’ গ্র“পে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকংয়ে বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা।

্রিন্ট

আরও সংবদ