খুলনা | রবিবার | ২৪ অগাস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে বাস খালে পড়ে নিখোঁজ ১, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খালে পড়ে একজন নিখোঁজ ও নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশের খালে পড়ে যায়। এতে একজন নিখোঁজ হন এবং নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খালে তল­াশি চালাচ্ছে বলে জানান ওসি রকিবুজ্জামান।
 

্রিন্ট

আরও সংবদ