খুলনা | রবিবার | ২৪ অগাস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে অবরোধ আজ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৩৭ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে শনিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা। প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বক্তব্য দেন নেতারা। 
বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির, আলাউদ্দিন, হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, গত ২৫ জুলাই নির্বাচন কমিশনের ঘোষণা আসার পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তাই বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। যদি রোববারের অবরোধ চলাকালে ৪ আসন পুর্নবহালের ঘোষণা না আসে তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরো বলেন, অবরোধ চলাকালে দূরপাল­ার যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। সর্বাত্মক অবরোধ সফল করতে সব দলের নেতা-কর্মীদের মাঠে থাকার আহŸান জানানো হয়। 
উলে­খ্য বাগেরহাটে চারটি আসনের একটি কমানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর ধারাবাহিকতায় সর্বদলীয় সম্মিলিত কমিটি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে।

্রিন্ট

আরও সংবদ