খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

এক দশকেও কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি খুলনা ক্রিকেট স্টেডিয়ামে

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩৭ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


খুলনার ক্রিকেট স্টেডিয়ামে ভাঙাচোরা গ্যালারি, নষ্ট ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন ও স্কোরবোর্ডের করুণ দশা। সাইডস্ক্রিনের অভাব ও ড্রেসিংরুমের ভগ্নদশা দীর্ঘদিনের সমস্যা। ২০১৬ সালের কালবৈশাখী ঝড়ে প্রেসিডেন্ট বক্স ও ড্রেসিং রুম ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে সংস্কারের উদ্যোগ না থাকায় অবস্থা আরও শোচনীয় হয়েছে। ফলে জাতীয় ক্রিকেট লিগ পর্যন্ত আয়োজন করতে হয় নানা সমন্বয়ে। এ কারণে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর দাবি আরও জোরালো হচ্ছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
স্থানীয় ক্রিকেট কোচ সবুজ বলেন, এত ভালো একটা মাঠ, অথচ বিসিবি বা এনএসসির গাফিলতির কারণে বছরের পর বছর আমরা আন্তর্জাতিক খেলা থেকে বঞ্চিত। খেলা না হলে স্থানীয়দের মধ্যে উৎসাহ কমতে থাকে। এর ফলে খুলনায় এখন নতুন ক্রিকেটার তৈরী হচ্ছে না। বিপিএলসহ অন্য আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করতে হবে। আশা করবো এখন সে উদ্যোগ নেয়া হবে।
আসন্ন এনসিএলের ক্রিকেটার রকিবুল ইসলাম বলেন, মাঠের অবস্থা খুবই করুণ। আমরা অনুশীলন করতে পারি না। সামান্য বৃষ্টি হলেই মাঠ অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ে। এত বড় সম্ভাবনার স্টেডিয়ামটি দিন দিন ভাগারে পরিণত হচ্ছে। স্টেডিয়ামে আসলে মনে হয় কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকায় চলে এসেছি।
স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন, তারা বহুবার সংস্কারের দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি। তবে তাদের প্রত্যাশা বিসিবি এবার উদ্যোগ নেবে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য শাহ আসিফ হোসেন রিংকু বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই ভেন্যুতে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, ১৩৭ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটিকে দ্বিতল গ্যালারিসহ পূর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটি সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আওলাদ হোসেন। তার দাবি, পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন সময়সাপেক্ষ হলেও পরিকল্পনা চূড়ান্ত। তিনি বলেন, আমরা স্টেডিয়ামটি ভিজিট করে একটি প্রকল্প তৈরি করছি। এর আগে এর সম্ভ্যাবতা যাচাই চলছে। সম্ভ্যাবতা যাচাই হলে, এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদনের জন্য।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল খুলনা বিভাগীয় স্টেডিয়ামের। এখন পর্যন্ত এখানে হয়েছে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে প্রায় এক দশক আগে, ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। 

্রিন্ট

আরও সংবদ