খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

জ্যোতিদের ৪৯ রানে গুঁটিয়ে আবারো জিতল অনূর্ধ্ব-১৫ বালক দল

ক্রীড়া প্রতিবেদক |
০৪:২২ পি.এম | ২৪ অগাস্ট ২০২৫


ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি অনূর্ধ্ব-১৫ দল জিতেছে আট উইকেটে।

অল্প লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতেই ৪৪ রান তোলে ছেলেরা। জয়ের জন্য যখন প্রয়োজন ছয় রান, তখনই উইকেট হারায় ছেলেরা। ফুয়ারা বেগমের অফ স্পিনে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৪ বলে ১৬ রান করা খেয়াল রয় ওম।

এরপর ফাইয়াজ খানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। ১১.৫ ওভারে ম্যাচটি জিতে ছেলেরা। চারে নামা আফজাল হোসেন আলিফকে (২*) সাথে নিয়ে দল জেতান ওপেনার ইরফান। ৩৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন ইরফান।

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাল দলের নারীদের শিবিরে শুরুতে আঘাত হানেন মাহিন হোসাইন আলিফ। তার বলে মাঠ ছাড়েন ইশমা তানজিম। ফেরার আগে করেন তিন বলে চার রান। এরপর সুমাইয়া আক্তারও বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি।

শারমিনের সঙ্গে ২৭ রানের জুটির পর তাকে ফেরান আলিমুল ইসলাম আদিব। ২১ বলে আট রান করে ডিপ মিড উইকেটে সাদিকের মুঠোয় ক্যাচ দিয়ে বিদায় নেন তিনে নামা এই ব্যাটার। লাল দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। দারুণ এক ইয়র্কারে বোল্ড করে তাকে মাঠছাড়া করেন অমিত কুমার।

ছয় বল খেলা সুবর্না এ দিন রানের খাতাই খুলতে পারেননি। অমিতের দারুণ এক ডেলিভারিতে বায়জিদকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এ দিন করেন ১৪ বলে এক রান। আদিবের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

৩৯ বলে ছয় রান করা রিতুমনিও প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন, যদিও তাকে বোল্ড করেন আদিব। ১১ বলে পাঁচ রান করা ফাহিমাও বোল্ড হন, তাকে প্যাভিলিয়নে ফেরান সুলাইমান ইসলাম। সুবর্নার মতো রানের খাতা খুলতে পারেননি তিন বোলার মারুফা আক্তার, সানজিদা খাতুন এবং ফুয়ারা।

শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল। আগের ম্যাচে নারী লাল দল অল আউট হয় ৯২ রানে।

্রিন্ট

আরও সংবদ