খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

আব্দুল মজিদ মলি­ক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদায় শিক্ষাবৃত্তি প্রদান

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


তেরখাদা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা (ইঞ্জিঃ) আব্দুল মজিদ মলি­ক ফাউন্ডেশন। রোববার ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মলি­ক এর পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উপজেলার নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার, আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা ও এ এফ এম আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই অঞ্চলের কোনো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
এসময় উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ জুয়েল শেখসহ বৃত্তি প্রাপ্ত  ছাত্র-ছাত্রীদের অভিভাবক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ