খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

খুবিতে সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন বিষয়ক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
তিনি বলেন, শিক্ষার্থীদের শেখার ফল (সিএলও) ও প্রোগ্রামের লক্ষ্য (পিএলও) আন্তর্জাতিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। এজন্য কারিকুলাম নিয়মিত হালনাগাদ করে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে।
রিসোর্স পারসন ছিলেন খাজা ইউনূস বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসনবৃন্দ “সিএলও এ্যান্ড পিএলও ফরমেশন: নেসেসিটিজ অব খুলনা ইউনিভার্সিটি”, “ম্যাপিং: ইন্টিগ্রেটিং ইফেক্টিভ সিএলও এ্যান্ড পিএলও”, “সিএলও এ্যান্ড পিএলও রিভিশন এক্সারসাইজ” বিষয়ে আলোচনা করেন। 
কর্মশালায় ক্লাস্টার-১ ডিসিপ্লিনের পিএসিএসি সদস্যরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষকমন্ডলী কারিকুলাম সংশোধন প্রক্রিয়া, সিএলও ও পিএলও বাস্তবায়ন কৌশল এবং গুণগত শিক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।  

 

্রিন্ট

আরও সংবদ