খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

দরিদ্রদের ভোট চুরির চেষ্টা করছে মোদি সরকার : রাহুল গান্ধী

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


ভারতের বিহার রাজ্যে নিবিড় পর্যালোচনার নামে যেভাবে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন।
রোববার চলমান এই ‘ভোটার অধিকার যাত্রা’-এর অংশ হিসেবে আরারিয়ায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের  তীব্র সমালোচনা  করেন। তিনি অভিযোগ করেন, মোদি সরকার বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর মাধ্যমে “দরিদ্রদের ভোট চুরি” করার চেষ্টা করছে। তিনি বলেন, এসআইআর অনুশীলনটি “ভোট চুরির একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি”, যা নির্বাচন কমিশনের মদতে পরিচালিত হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার... সরকারি খাতের ইউনিটগুলিকে বেসরকারিকরণের পর... এখন নির্বাচন কমিশনের সহায়তায় এসআইআরের মাধ্যমে দরিদ্রদের ভোট চুরি করতে চাইছে। 
কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের পরিবর্তে “নির্বাচনী ওমিশন (ব্যর্থতা)” হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ অসাংবিধানিক এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সমাজের প্রান্তিক অংশগুলিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাই আসল লক্ষ্য। রাহুল গান্ধী বলেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই এসআইআর সংবিধান বিরোধী। বিহারের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার মিত্রদের উপযুক্ত জবাব দেবে বলে রাহুল  গান্ধী ঘোষণা করেন।

্রিন্ট

আরও সংবদ