খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

১৮নং ওয়ার্ডে মতবিনিময়কালে বিএনপি নেতা তুহিন

একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ধর্মের অপব্যাখ্যা করে নারীদের ব্যবহার করে আসছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবে বিএনপি। মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও রাজনৈতিক অংশগ্রহণ আরও স¤প্রসারণ করা হবে। 
গতকাল রোববার বিকেলে নগরীর ১৮নং ওয়ার্ডের নবপল­ী কমিউনিটি সেন্টারে মা-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ধর্মের অপব্যাখ্যা করে নারীদের ব্যবহার করে আসছে। তারা একদিকে নারীদের ঘরে বন্দি রেখে সমাজে অবমূল্যায়ন করে, অন্যদিকে জান্নাতের টিকিট বিক্রির নামে প্রতারণা চালায়। ধর্মের নামে ভন্ডামি করে তারা নারীদের বোঝায়-ঘরে বসে থাকাই নাকি তাদের “একমাত্র ইবাদত”, অথচ একই সাথে তারা রাজনৈতিক কর্মসূচি ও ভোটের সময় নারীদের ব্যবহার করে। সমাজে নারীর অধিকার কেড়ে নেওয়া, শিক্ষায় ও কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আর রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানানো-এটাই তাদের প্রকৃত চরিত্র।
তুহিন নারীদের প্রতি বিশেষ আহŸান জানিয়ে বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী-পুরুষের সমঅধিকারে বিশ্বাস করতেন, আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়ে নারীর নেতৃত্বের শক্তিকে প্রমাণ করেছেন। তাই আগামীতে রাষ্ট্রীয় পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরাই হবে মূল চালিকা শক্তি।
শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং ওহিদুজ্জামান হাওলাদারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক দল নেতা মজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পি, কাদের মলি­ক, খান আব্দুল আলিম, রিয়াজুল কবির, আরিফুজ্জামান সোহেল, দুলু মোল­া, মুন্নি জামান, হাসনা হেনা, শিল্পী, আলি আহমেদ, সাইফুল মলি­কসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকা নারীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে, সন্ধ্যায় নবপল­ী কমিউনিটি সেন্টার থেকে প্রচার মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাডাঙ্গা বাস টার্মিনালে পথসভার মধ্যদিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা তুহিনের উন্নয়ন ভাবনার প্রচারপত্র বিলি করেন। মিছিলে সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, একরামুল কবির মিল্টন, আহসান মৃধা খোকন, শেখ আব্দুল আলিম, ওহিদুজ্জামান হাওলাদার, আহসান হাবিব বাবু, কাদের মলি­ক, আমিন হোসেন মিঠু, বক্কার মীর, খান আব্দুল আলিম, রিয়াজুল কবির, আরিফুজ্জামান সোহেল, দুলু মোল­া, হেলাল ফারাজি, মুন্নি জামান, হাসনা হেনা, শিল্পী, আলি আহমেদ, সাইফুল মলি­ক, রাকিবুল হাসান, এস এম মামুনুর রশিদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ