খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় তিনদিনের কর্মসূচি

দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


১৯৭১ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন বাংলাদেশের যে মানচিত্র এনে দিয়েছিলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার-হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধংস করতে এখনও ব্যস্ত দেশ থেকে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ও তার দোসররা। দেশে আর যাতে কোন স্বৈরাচার সরকার জনগণের উপর হত্যা, গুম, নির্যাতন ও অত্যাচার করতে না পারে সেদিক সকলকে সর্তক থাকতে হবে। দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আর এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 
রোববার বিকেল ৫টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র দলীয় কার্যালয়ে খুলনা বিএনপি উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। 
তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তিনি জাতীয়তাবাদী শক্তিকে জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকামী সকলকে একসঙ্গে কাজ করার আহŸান জানান। সভায় তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র দলীয় কার্যালয় চত্বরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্নাঢ্য র‌্যালি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ স্ব স্ব থানায় এবং ৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় পল­ীমঙ্গল স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ। সভায় কর্মসূচি সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতা-কর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহŸান জানানো হয়।   
আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল­াহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, এইচ এম সালেক, কাজী মাহবুবুল হক, শরিফুল ইসলাম বাবু, আকরাম হোসেন খোকন, সামসুর রহমান, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটো, খায়রুল ইসলাম লাল, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, জলিল সরদার, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, আশরাফ হোসেন, আলমগীর হোসেন, নাসির খান, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, আসলাম হোসেন, জাকারিয়া লিটন, নূরে আব্দুল­াহ, হুমায়ুন কবির, এড. রফিকুল ইসলাম, শামীম আশরাফ, মনিরুজ্জামান মনির, মনিরুল ইসলাম, আলমগীর ব্যাপারী, নুরুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, সুলতান মাহমুদ সুমন, কামাল উদ্দিন, খান মঈনুল ইসলাম মিঠু, মোহাম্মদ আলী, কাজী ফজলুল কবির টিটো, মাজেদা খাতুন, অ্যাড. ওমর ফারুক, মিজানুর রহমান ডিকেন, সাখাওয়াত হোসেন, হাবিব খান, শাহাবুদ্দিন আহমেদ, হেদায়েত হোসেন হেদু, সেলিম বড় মিয়া, মোল­া ফিরোজ আহমেদ, জাহাঙ্গীর আলম, গোলাম নবী ডালু, সৈয়দ গাজী, মোল­া আলী আহমেদ, মাহমুদ হাসান মুন্না, মাসুদ রেজা, মিজানুর রহমান, সামসুল আলম বাদল, আব্দুস সালাম, তরিকুল আলম, আলম হাওলাদার, ওহেদুজ্জামান বাবু, সজল আকন নাসিব, শরিফুল ইসলাম সাগর, মুশফিকুর রহমান অভি, জামাল মোড়ল, সালাউদ্দিন সান্নু, সমির কুমার সাহা, শামীম রেজা, আবু তালেব, মনিরুল ইসলাম মাসুম, সরদার মিজানুর রহমান, ইউনুচ শেখ, এমরান হোসেন, গৌতম দে হারু, আমিনুল ইসলাম বুলবুল, পারভেজ মোড়ল, জামান চৌধুরী, রুহুল আমিন রাসেল, আতিছুর রহমান লিটন, কামরুজ্জামান সিরাজ, আশিকুর রহমান আশিক, হারুন মোল­া, মামুনুর রহমান, শেখ সাজ্জাদ আলী, কামাল হোসেন, মারুফুর রহমান, আবু মাস্টার, কামরুল আলম খোকন, খন্দকার সোহেল, সিদ্দিক মাতব্বর, ওসমান গনি, মহিউদ্দিন বাবু, মাসুদ রুমী, আমির হোসেন বাচ্চু, ওহাব শরীফ প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ