খুলনা | সোমবার | ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

ইসির শুনানিতে বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার দাবি

খবর প্রতিবেদন |
০১:৪৯ পি.এম | ২৫ অগাস্ট ২০২৫


নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়ে বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবি জানিয়ে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, এই কমিশন গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট কমিশন, তাই কমিশনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। আমরা আশা করছি কমিশন বাগেরহাটের মানুষের প্রত্যাশা অনুযায়ী সেখানকার চারটি আসন বহাল রাখবে।

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাগেরহাট-৪ আসন বিলুপ্তর বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই আইনজীবী বলেন, নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়াই বাগেরহাট জেলার চারটি আসন থেকে কমিয়ে তিনটি করেছে। বাগেরহাট জেলায় আসন কমানোর জন্য কেউ কোনো আবেদনও করেনি। আমরা শুনানিতে বাগেরহাট জেলায় চারটি আসন বহাল রাখার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছি।

ইসি জানায়, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩, ৪, যশোর-৩, ৬, বাগেরহাট-১, ২ ও ৩; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১,২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।

২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

এছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। এগুলো হলো-পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।

আগে বাগেরহাট-১ মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি; বাগেরহাট-২ বাগেরহাট সদর এবং কচুয়া; বাগেরহাট-৩ রামপাল এবং মোংলা, বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ এবং শরণখোলা; এই চারটি আসন ছিল।

খসড়ায় বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন আনা হয়নি। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন প্রস্তাব করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ