খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

জনপ্রিয় কমেডিয়ানকে গুলি করে হত্যা

খবর বিনোদন |
০৫:৩০ পি.এম | ২৫ অগাস্ট ২০২৫


গুলি করে হত্যা করা হয়েছে মার্কিন কমেডিয়ান রেজিনাল্ড ক্যারলকে। গেল ২০ আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের সাউথহ্যাভেনে এই শিল্পীকে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সাউথহ্যাভেন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বার্টন লেনে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও চিকিৎসাকর্মীরা রেজিনাল্ড ক্যারলের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রেজিনাল্ড ক্যারলের হত্যাকাণ্ডের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ক্যারলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এদিকে রেজিনাল্ডের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। সামাজিক মাধ্যমে এ কমেডিয়ানকে নিয়ে লিখেছেন তারা। যা দেখে আপ্লুত তার ভাই জোনাথন ক্যারল। রেজি ক্যারলের মৃত্যুতে যারা সহানুভূতি প্রকাশ করেছেন নিজের ফেসবুক থেকে তাদের ভালোবাসা ও ধন্যবাদ জানিয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ