খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

খুবি’তে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ২৬ অগাস্ট ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন। সোমবার বিকেল সাড়ে ৩টায় মিনিটে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৪র্থ একাডেমিক ভবনের সামনের মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ৪-০ গোলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনকে পরাজিত করে। দলের পক্ষে দু’টি করে গোল করেন আবির ও আসাদ। 
রোমাঞ্চকর এই ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের আবির। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান সিএসই ডিসিপ্লিনের প্রান্ত মুখার্জি। যৌথভাবে টপ স্কোরার হন বাংলার আবির ও আসাদ। সিএসই’র আমান উল­াহ সেরা গোলকিপার নির্বাচিত হন এবং প্রমিজিং প্লেয়ার নির্বাচিত হন বাংলার আশিক।  
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় প্রাণবন্ত থাকে। নানা সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও শহিদ মীর মুগ্ধের নামে টানা দ্বিতীয়বারের মতো এমন একটি সফল আয়োজন আমাদের আশাবাদী করে। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং সমর্থকদের অভিনন্দন জানান। একই সাথে সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। শহিদ মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের গর্ব। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন শিক্ষার্থীদের প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্য বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এসময় দুই দলের খেলোয়াড়দের মাঝে ব্যক্তিগত পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়।  
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তৃতা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ