খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

নগরীর ১৯নং ওয়ার্ডে মতবিনিময়কালে তুহিন

লুটেরা আওয়ামী সরকার উন্নয়নের নামে খুলনাকে ধ্বংসের পথে ঠেলে দেয়

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ২৬ অগাস্ট ২০২৫


মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বিগত দেড় দশকের বেশি সময় ধরে লুটেরা আওয়ামী সরকার দেশ শাসন করছে। তারা উন্নয়নের নামে খুলনাকে ধ্বংসের পথে ঠেলে দেয়া হয়েছে। এক সময়কার শিল্পনগরী খুলনা আজ মৃত নগরীতে পরিণত হয়েছে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ, বেকারত্ব বৃদ্ধি, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকট, দুর্নীতি, দালালি আর লুটপাটের কারণে খুলনা শহরের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। হাজার হাজার শ্রমিক পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। পাটকলসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় ১৯নং ওয়ার্ডের মা- বোনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থনীতির প্রাণকেন্দ্র খুলনা এখন আর কর্মচাঞ্চল্যে ভরা শহর নয়; বরং জনশূন্যতা, অবহেলা ও অচলাবস্থার প্রতীক হয়ে উঠেছে। জনগণের কষ্টের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। শুধু ক্ষমতায় টিকে থাকতে দমন-পীড়ন, মামলা-হামলা আর বিরোধী দলের নেতা-কর্মীদের উপর দমননীতি চালিয়েছে পতিত সরকার। আওয়ামী লীগের লুটপাট আর স্বেচ্ছাচারিতার কারণে খুলনাবাসী আজ করুণ অবস্থায় পতিত হয়েছে।
১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মুজিবর রহমান, জাকির ইকবাল বাপ্পি, জামাল হোসেন তালুকদার, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহ জালাল, বাবু অসিম কুমার, মোঃ সাঈদ, মোঃ বাশি, দেলোয়ার হোসেন খান, এইচ এম রুম্মাত পিয়াস, পরন বাবু, মোঃ আম্মার মোড়ল, সোহেল, হুমায়ুন, আঃ ওয়াদুদ চান্নু, বিমান, রওশন আরা মিনি, মোঃ ইমরান হোসেন, ইয়াসমিন বেগম, চম্পা বেগম, কুলসুম বেগম, সালেহা বেগম, আলিয়া আঞ্জুমান, ইমরান হোসেন মিঠু, সোনালী ল²ী চম্পা, বিশ্বনাথ ঘোষ বিষু, মোঃ সাদ্দাম হোসেন, সৈয়দ নাদিম আশফাক, কাজী শাহিন, জেনিয়া ইকবাল রিনি প্রমুখ।
ধানের শীষের প্রচার মিছিল: মা-বোনদের সাথে মতবিনিময় সভা শেষে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে জননেতা শফিকুল আলম তুহিনের সমর্থনে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে একটি ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুলতলা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। 
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, মুজিবুর রহমান, জাকির ইকবাল বাপ্পি, একরামুল কবির মিল্টন, আহসান মৃধা খোকন, জামাল হোসেন তালুকদার, হাবিবুর রহমান, শেখ আজিজুর রহমান, কাজী মিজানুর রহমান, আহসান হাবিব বাবু, মোঃ মিজানুর রশিদ মিজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহ জালাল, বক্কার মীর, এসএম মামুনুর রশিদ, হেলাল ফারাজি, দেলোয়ার হোসেন খান, রুম্মাত পিয়াস, সাঈদ, বাশি, সোহেল, যুবদলের আমিন হোসেন মিঠু, মনিরুজ্জামান মনি, আতিউর রহমান, মহিলা দলের মুন্নি জামান, নাসরিন হক শ্রাবণী, হাসনা হেনা, কামরুন্নাহার হেনা, ছাত্রদলের খান সাইফুল, স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ, রাকিবুল হাসান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ