খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত শর্মা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫০ পি.এম | ২৬ অগাস্ট ২০২৫


ভারতের লম্বা সময় ধরে চলা আইসিসি শিরোপা খরা কীছে রোহিত শর্মার অধিনায়কত্বে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিতের ভারত। দলকে চ্যাম্পিয়ন করেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর চলতি বছর হঠাৎ করেই লাল বলের ক্রিকেটকেও বিদায় জানান তিনি। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন রোহিত।

টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার পর প্রথমবার মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, টেস্ট ফরম্যাটটা তার জন্য মানসিকভাবে খুবই ক্লান্তিকর হয়ে উঠেছিল।

মুম্বাইয়ে একটি স্থানীয় অনুষ্ঠানে মঙ্গলবার রোহিত বলেন, টেস্ট ক্রিকেটে পাঁচ দিন ধরে খেলে যেতে হয়। এটা শুধু শারীরিক না, মানসিকভাবেও ভীষণ চ্যালেঞ্জিং এবং ক্লান্তিকর।

৩৮ বছর বয়সী এই ব্যাটার জানান, মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট সংস্কৃতি তাকে লাল বলের চাপ সামলাতে প্রস্তুত করেছিল। মুম্বাইয়ে এমনকি ক্লাব ম্যাচগুলোও দুই-তিন দিন চলে। আমরা ছোটবেলা থেকেই এই পরিবেশে বড় হয়েছি। এতে করে দীর্ঘ সময় খেলার মানসিকতা তৈরি হয়, কঠিন পরিস্থিতিতে লড়াই করার অভ্যাস গড়ে ওঠে, বলেন রোহিত।

চলতি বছরের মে মাসে হঠাৎ করেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। অবসরের ঘোষণা আসে এমন এক সময়, যখন সংবাদমাধ্যমে খবর বের হয় যে তাকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তখনও ধারণা করা হচ্ছিল, ইংল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে থাকবেন।

টেস্ট ক্যারিয়ারে রোহিত ভারতের হয়ে ৬৭টি ম্যাচে খেলেছেন, যেখানে তার ব্যাট থেকে এসেছে ৪৩০১ রান। গড় ৪০.৫৭, সেঞ্চুরি ১২টি এবং হাফ সেঞ্চুরি ১৮টি।

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবেও রোহিত ছিলেন সফল। তার অধিনায়কত্বেই ভারত পৌঁছে যায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে। তবে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকার ট্রফিতে বড় ব্যবধানে হারের পর তার টেস্ট ক্যারিয়ার নিয়ে শুরু হয় গুঞ্জন। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করায় ব্যাট হাতে ছিলেন স্পষ্ট ব্যর্থ।

্রিন্ট

আরও সংবদ