খুলনা | শুক্রবার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২

তারুণ্যের উৎসব উপলক্ষে

বাগেরহাট জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
১২:০২ এ.এম | ২৭ অগাস্ট ২০২৫


তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে বাগেরহাট জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন দাবা প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। প্রতিযোগিতায় বাগেরহাটের সদর উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন ক্ষুদে দাবাড়ু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার বিকাল ৩ টায় বাগেরহাট অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাঃ সাদেকুল ইসলাম, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল।  দাবা খেলা পরিচালনা করেন আর্বিটর ফকির মোঃ আরিফুল ইসলাম ও কমল বালা।

্রিন্ট

আরও সংবদ