খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

বৃটেনে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ২৭ অগাস্ট ২০২৫


বৃটেনে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। 
হেলিকপ্টারটির ফ্লাইট অপারেটর নর্দামব্রিয়া হেলিকপ্টার্স জানায়, সকাল ৯টার দিকে হেলিকপ্টারটি স্যান্ডাউন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। হেলিকপ্টারে মোট চারজন যাত্রী ছিলেন। যেটি উড্ডয়নের প্রায় ২৪ মিনিট পরই বিধ্বস্ত হয়। 
বৃটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জি-ওসিএলভি মডেলের হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে বিভিন্ন সংস্থার জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয় এবং রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। বৃটেনের এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের পরিদর্শকরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন। নর্দামব্রিয়া হেলিকপ্টার্স তদন্তকারীদের সাথে পূর্ণ সহযোগিতা করছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অফ ওয়াইট কনস্ট্যাবুলারি নিহতদের সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হয়নি।
আইল অফ ওয়াইট ইস্টের সংসদ সদস্য জো রবার্টসন বলেন, এই দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত। তিনি বলেন, শ্যাঙ্কলিনের বাইরে হেলিকপ্টার দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।
 

্রিন্ট

আরও সংবদ