খুলনা | বুধবার | ২৭ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

খবর প্রতিবেদন |
০২:১৩ পি.এম | ২৭ অগাস্ট ২০২৫


বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা একটি দীর্ঘদিনের ঐতিহ্য। দেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের উসকানি বা ইস্যু তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সরকার তা বরদাশত করবে না।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় একটি হিন্দু মন্দির উচ্ছেদ হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই বিষয়টি সমাধানে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রেস সচিব।

শফিকুল আলম অনুষ্ঠানে বলেন, রেলওয়ের জমি উদ্ধারকালে হিন্দু সম্প্রদায়ের মন্দির উচ্ছেদ করা হয়েছিল এবং এটি মর্যাদাপূর্ণভাবে হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন করে ওই মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে। রেলপথ মন্ত্রণালয় নির্ধারিত মূল্যে জমি প্রদান করেছে যাতে সম্প্রদায়ের মানুষ নতুন উপাসনালয় গড়ে তুলতে পারেন।

এছাড়া চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরের দাবি অনুযায়ী মন্দিরে যাতায়াতের সিড়িগুলোর সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদকেও জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে, যাতে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় সমান মর্যাদা ও সুযোগ পায়।

প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র বা উসকানিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। সরকার চায়, সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক এবং ঐতিহ্যবাহী সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক।

্রিন্ট

আরও সংবদ