খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

মোহাম্মদ হারিসকে লাঠিপেটা করতে চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক |
১১:১৭ পি.এম | ২৭ অগাস্ট ২০২৫


পাকিস্তানের তরুণ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিসের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জাতীয় দলের সাবেক তারকা বাবর আজমকে নিয়ে হারিসের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলি ও তানভীর আহমেদ। বাসিত তো হারিসকে লাঠিপেটাই করতে চেয়েছেন।

হারিস সম্প্রতি এক স্থানীয় ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, টি-টোয়েন্টিতে বাবরের আরও দ্রুত খেলা উচিত। তিনি ইঙ্গিত দেন, সিনিয়রদের জায়গা ছেড়ে তরুণদের সুযোগ দেওয়া দরকার। হারিসের ভাষায়, “কোনো সন্দেহ নেই বাবর ও রিজওয়ান পাকিস্তানের জন্য অনেক পারফরম্যান্স দিয়েছে। তবে বেঞ্চমার্ক তৈরি করতে চাইলে জুনিয়রদেরও সুযোগ দিতে হবে।”

এই মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। সাবেক উইকেটকিপার কামরান আকমলের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, “মোহাম্মদ হারিস যদি বলে বাবর আজমকে উন্নতি করতে হবে, তাহলে ওকে লাঠি দিয়ে মারা উচিত। হারিস, তুমি কে যে বাবর আজম নিয়ে মন্তব্য করবে?” তিনি আরও প্রশ্ন তোলেন, “যদি বাবর এখনো অধিনায়ক থাকতো, হারিস কি এমন কথা বলতো?”

বাসিতের মতোই ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পেসার তানভীর আহমেদও। তিনি হারিসকে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে উপদেশ দিয়ে বলেন, “হারিস, তুমি কী এত বড় খেলোয়াড় যে সাক্ষাৎকারে বসে বাবরের স্ট্রাইক রেট নিয়ে কথা বলছো? আগে নিজের ভ্যালু তৈরি করো, তারপর বিশ্বমানের ক্রিকেটার নিয়ে কিছু বলো।”

তবে হারিসের সমালোচনা চললেও বাবর-রিজওয়ানের অবদান পাকিস্তান টি-টোয়েন্টির ইতিহাসে অনন্য। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এই জুটি ৪৬.৪৭ গড়ে জুটিতে তুলেছে ৩ হাজার ৩০০ রান যা টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে সফল ওপেনিং জুটির একটি। বাবর ব্যক্তিগতভাবেও রেকর্ডবুকে উজ্জ্বল। পাকিস্তানের হয়ে ১২৮ ম্যাচে তার রান ৪ হাজার ২২৩, যেখানে আছে ৩৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। গড় ৩৯.৮৩ আর স্ট্রাইক রেট ১২৯.২২ যা তাকে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বানিয়েছে।

এই বিতর্ক তীব্র হয় পাকিস্তানের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে চমকপ্রদ হারের পর গ্রুপ পর্বেই বিদায় নেয় তারা। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবর-রিজওয়ান যুগের সমাপ্তি ঘটায়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ফরম্যাটে খেলেছিলেন তারা। ২০২৫ সালে এখনো টি-টোয়েন্টিতে দেখা যায়নি দুজনকে।

্রিন্ট

আরও সংবদ