খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে কুকুরের ধাওয়া খেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ২৮ অগাস্ট ২০২৫


গোপালগঞ্জে কুকুরের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে সোহাগী (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের মোলভীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থী সোহাগী মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর কন্যা এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
সোহাগীর ফুফু সাবিনা আক্তার জানিয়েছেন, দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার কুকুর তাকে ধাওয়া করে। ভয়ে দৌড়াতে গিয়ে উঠানের কাঁদা-পানিতে পা পিছলে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার অমিত সরকার বলেন, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।

্রিন্ট

আরও সংবদ