খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

নিখোঁজের ৩ দিন পর

সাতক্ষীরায় মাছের ঘের থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৩ এ.এম | ২৮ অগাস্ট ২০২৫


সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মাছের ঘের থেকে রাজমিস্ত্রি ইমরান হোসেনের (২৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  সকাল ৬টার দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের মোঃ ছদর উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। 
পরিবার সূত্র জানায় গত ২৪ আগস্ট সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর বেদানা নিয়ে ফিরবো। এরপর থেকেই আর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে কলারোয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইমরানের মা আমেনা বেগম দাবি করেন পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি ঘটনাটি একটি নৃশংস হত্যাকান্ড। তারা দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি হত্যাকান্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।

্রিন্ট

আরও সংবদ