খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

ডিআরইউতে ‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী

খবর প্রতিবেদন |
০১:২১ পি.এম | ২৮ অগাস্ট ২০২৫


মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনার এক পর্যায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন  তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‌এই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

জানা গেছে, ‘মঞ্চ ৭১’ নামের নতুন মুক্তিযোদ্ধা একটি প্ল্যাটফর্ম ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের। তবে তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, প্রোগ্রাম শুরু হতেই ২০-২৫ জন যুবক এসে হট্টগোল শুরু করে। তারা কাউকে মারধর না করলেও চারদিক থেকে ঘিরে ফেলেছিল বলে জানান তিনি।

অনুষ্ঠান ঘিরে এই উত্তেজনার সূত্রপাত ঘটে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের কিছু ব্যক্তির আগমনের পর। আল আমিন রাসেলের নেতৃত্বে তারা অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং অংশগ্রহণকারীদের ঘেরাও করে। এ সময় একটি টেবিল ভাঙচুর হয়।

উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডিআরইউতে উপস্থিত হয়। অতিরিক্ত পুলিশ কর্মকর্তা হাফিজ আল আসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, এখন তাদের থানায় নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সিনিয়ররা পরে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, মঞ্চ ৭১ মুক্তিযোদ্ধাদের নামে গঠিত নতুন প্ল্যাটফর্ম। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) এবং আইনজীবী জেড আই খান পান্নার নেতৃত্বে এই প্ল্যাটফর্ম গঠিত হয়। গত ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

্রিন্ট

আরও সংবদ