খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

ভারতে জন্মদিনের পার্টির সময় ধসে পড়ল ভবন, নিহত ১৭

খবর প্রতিবেদন |
০৫:১২ পি.এম | ২৮ অগাস্ট ২০২৫


ভারতের মহারাষ্ট্রে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন একটি চারতলা ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ১২ টা ৫ মিনিটে পালঘর জেলার পূর্ব ভিরার এলাকার রমাবাই অ্যাপার্টমেন্টে এই ধসের ঘটনা ঘটে। গত ৩৬ ঘণ্টা ধরে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এনডিআরএফ, স্থানীয় পুলিশ এবং দমকল বিভাগসহ জরুরি দলগুলো ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভবনটির চতুর্থ তলায় শিশুটির জন্মদিনের পার্টি চলছিল। দুর্ঘটনায় শিশুটিরও মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন ভবনটির ১২টি ফ্ল্যাট পাশ্ববর্তী জায়গায় পড়ে যায়। ভবনটিতে প্রায় ৫০টির মতো ফ্ল্যাট ছিল।

এই ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, ‘মানুষ নাচছিল জন্মদিন উদযাপন করছিল, ঠিক তখনই হঠাৎ করে পুরো কাঠামোটি তাসের মতো ভেঙে পড়ে।’

ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (ভিভিএমসি) কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে নির্মিত রমাবাই অ্যাপার্টমেন্টটি অবৈধ ছিল। ধসে পড়া অংশে ১২টি অ্যাপার্টমেন্ট ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, আশেপাশের চালগুলো খালি করে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভবনটির বাসিন্দারা নির্মাতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন এবং কীভাবে এমন একটি অননুমোদিত কাঠামোর অনুমতি দেওয়া হল তা তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় (ভিভিএমসি) অভিযোগ দায়ের করার পর স্থানীয় পুলিশ বৃহস্পতিবার নিলে সানে নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, অনুমতি ছাড়া নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

্রিন্ট

আরও সংবদ