খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

তারুণ্যের উৎসব উপলক্ষে

বাগেরহাটে অনূর্ধ্ব ১৭ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ২৯ অগাস্ট ২০২৫


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গতকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিযোগিতায় বাগেরহাটের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন খেলোয়াড় অংশ নেয়। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও বালক বিভাগে বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।  
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ও বাগেরহাট সদর সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন।  
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন  যারা বিতর্ক করে তারা ভালো ছাত্র হয় আর যারা খেলাধুলা করে তারা সুস্থ ও সুন্দর নাগরিক হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা তথ্য অফিস-এর উপ পরিচালক মঈনুল ইসলাম, উপ-পরিচালক জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ