খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

কাটাখালী বাসস্ট্যান্ডে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ২৯ অগাস্ট ২০২৫


বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে আট কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। 
পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা দিকে স্থানীয় লোকজন উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় ইব্রাহিম তালুকদারকে একটি নিল রংয়ের ড্রাম নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে দেখেন ভেতরে গাঁজা রয়েছে। এ সময় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জাফর আহম্মেদ বলেন স্থানীয়দের সহযোগিতায় আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

্রিন্ট

আরও সংবদ