খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদ’ নিয়ে আসার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
০৪:২৪ পি.এম | ২৯ অগাস্ট ২০২৫


দেশে উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদ’ নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামের বইয়ের প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। গ্রন্থের লেখক সৈয়দা ফাতেমা সালাম, গ্রন্থটি প্রকাশ করেছে ইতি প্রকাশন।

তিনি বলেন, আপনারা মনে রাখবেন দেশে একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে, এই দেশে মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থি রাজনীতি, উদারপন্থি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেজন্য উদারপন্থি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

‘নির্বাচন না হলে বড় ক্ষতি হবে’
মির্জা ফখরুল বলেন, আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, সেই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো? এই যে একটা এক ধরনের শঙ্কা-আশঙ্কা এবং এক ধরনের হতাশা এসে যায়।

তিনি আরও বলেন, আমি যেটা সবসময় বলি যে, নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়তেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়; তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, বিভিন্ন থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্যে এবং বিদেশেও এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার… সে কথাগুলো আমরা বারবার বলেছি। আমরা মনে করি, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা; সেই রাষ্ট্রব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব।

্রিন্ট

আরও সংবদ