খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত অন্তত ২৫

খবর প্রতিবেদন |
১১:৩৮ পি.এম | ২৯ অগাস্ট ২০২৫


জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে পুলিশ ও সেনাবাহিনীর লাঠি চার্জে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরসহ অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন। তাদেরকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের মধ্যে ১৫-২০ জন কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।  

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে কাকরাইল থেকে নুরের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় লাঠিচার্জে তারা আহত হন।

আহতরা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনী মিলে তাদের ওপর হামলা করেছে। এ হামলায় ভিপি নুর ও রাশেদসহ অনেকে আহত হন।

তাদের মধ্যে রাসেদ ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে দলটির কর্মীরা।

হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা আহত রাজু মোল্লা, রিদয়, কাজী রনি, তারেক, হানিফ, কাওসার, জাহিদুল ইসলাম, মাসুদ, সাগর, আমির জানান, তারা সকলে নূরের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঢুকে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তারা হামলার শিকার হন।

তবে আহতদের মধ্যে ভিপি নুরের মাথা ফেটে গেছে। তিনি এখনো অজ্ঞান অবস্থায় আছেন। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির জরুরি বিভাগের বাইরে এখনো ১৫-২০ জন আহত চিকিৎসার জন্য অপেক্ষা করছে। তবে রোগীর ভিড় বাড়ায় হাসপাতালের লোকজন আহতদের সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। 

্রিন্ট

আরও সংবদ