খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

পিরোজপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


‎পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ‎ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
‎নিহত ঝন্টু খলিফা উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবেন বলে জানান। পরে শুক্রবার সকালে তিনি মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক খায়রুল বাশার বলেন, সকালে রেজাউল করিম ঝন্টু নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
‎এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, রেজাউল করিম ঝন্টুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

্রিন্ট

আরও সংবদ