খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়োন ঢালী নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু অয়োন ঢালী কোটালীপাড়া উপজেলার তাল পুকুরিয়া গ্রামের নারায়ন ঢালীর ছেলে।
তিনি বলেন, শিশু অয়োন ঢালী বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান মেলেনি। একপর্যায়ে অয়োন ঢালীর দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অয়োনকে মৃত ঘোষণা করেন।
 

্রিন্ট

আরও সংবদ