খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

দৈনিক রানার সম্পাদক মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৮ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


যশোরের দৈনিক রানার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৭তম হত্যাবার্ষিকী আজ শনিবার। ১৯৯৯ সালের আজকের দিনে শহরের চারখাম্বার মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মুকুল। হত্যাবার্ষিকীকে ঘিরে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কালোব্যাচ ধারণ, শহিদের কবরে ও স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিল। 
এদিকে দীর্ঘ ২৬ বছরের মুকুল হত্যাকান্ডের কোন কুলকিনারা না হওয়ায় যশোরের সাংবাদিক সমাজ হতাশ হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হচ্ছে, বিচার পাইনা, তাই বিচার চাই না। ১ বছরের ব্যবধানে যশোরের প্রতিথযশা দুই জন সাংবাদিক নির্মম হত্যাকান্ডের শিকার হন। এদের একজন হচ্ছেন দৈনিক জনকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল ও অপর জন হচ্ছেন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। কিন্তু এই দু’টি হত্যাকান্ডের অদ্যাবধি কোন বিচার হয়নি। চিহ্নিত হয়নি প্রকৃত হত্যাকারীরা। মামলা দু’টি বছরের পর বছর আদালতের হিমঘরে পড়ে আছে। যশোরের সাংবাদিক সমাজসহ গোটা দেশের সাংবাদিকরা ১৯৯৮ ও ১৯৯৯ সালে সংঘটিত এই দু’টি চাঞ্চল্যকর সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু অদ্যাবধি সেই দু’টি হত্যাকান্ডের কোন বিচার হয়নি। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আমরা যশোরের সাংবাদিকরা স্বজনদের হত্যার বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর বিচার চাই না। আমরা তাদের রুহের মাগফিরাত চাই। 
 

্রিন্ট

আরও সংবদ