খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

চুরির মিথ্যা অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে আটকে যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:২৬ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


ল্যাবরেটরি স্কুল মোড়ে দোকান চুরির অপবাদ দিয়ে মোঃ রতন (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমুড়া দিয়ে আটকে বেধড়ক মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। নির্যাতনের পর তাকে চুরির মামলায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে মব সৃষ্টি করে নির্মম নির্যাতনের ঘটনার সুস্থ তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে এলাকাবাসী।  
গত ২৬ আগস্ট রতনকে নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এলাকাবাসী বলছে চুরির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এভাবে নির্মমভাবে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেওয়া মব সৃষ্টির একটি অংশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া দুই মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট সকাল ৯টা ৯ মিনিটে দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি স্কুল মোড়ের প্রতিভা প্রি -ক্যাডেট স্কুলের সামনের রাস্তা দিয়ে আনুমানিক ২৬ বছর বয়সী যুবক রতন স্থানীয় দোকানদার হানিফ শেখ নামের এক যুবকের সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। পিছন থেকে হানিফ শেখের পিতা মোঃ আজহার আলী শেখ দৌড়ে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। ৭/৮ জন রতনকে ঘিরে ফেলে মারধর করতে থাকে। হামলাকারীদের মধ্যে ইমন শেখ রতনকে বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমুড়া দিয়ে হাত ধরে রেখে মৃত আবুল শেখের পুত্র আরিফুল শেখ, আজহার শেখের পুত্র ইমন শেখ ও হানিফ শেখ, মান্নানের পুত্র রমজান, মান্নান,আজিজুলসহ ৮/৯ জন লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন। এ সময় নির্যাতিত ঐ যুবক রতন চিৎকার দিতে থাকে এবং নিজেকে নির্দোষ দাবি করছে। তারপরও নির্যাতনকারী তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য মারধর করতে থাকে। এ সময় সেখানে স্থানীয় দোকানদারসহ অনেকেই উপস্থিত থাকলেও নির্যাতিত যুবককে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি।
নির্যাতনের শিকার মোঃ রতনের ভাই তহিদুল ইসলাম জানান, আমার ছোট ভাই রতন পেশায় একজন পিকআপ চালক। আ’লীগের সময়ে আমাদের পরিবার বিএনপি’র মতাদর্শে হওয়ায় নির্যাতনকারীরা আমার ভাইকে এলাকা ছাড়া করে। জমিজমা সংক্রান্ত এবং রাজনৈতিক বিরোধীতার জেরে স্থানীয় আ’লীগের কতিপয় ব্যক্তি মিথ্যা ও বানোয়াট চুরির অপবাদ দিয়ে মব সৃষ্টি করে নির্মমভাবে নির্যাতন করে মিথ্যা চুরির মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং আইন হাতে তুলে নেওয়া নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে যাদেরকে নির্যাতন করতে দেখা যায় তাদের মধ্যে শেখ আবু হানিফ সততা এন্টারপ্রাইজ তার দোকান চুরির অভিযোগে রতনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে দৌলতপুর থানা একটি মামলা দায়ের করেছেন (নং-১১ তারিখ ২৪/০৮/২০২৫)।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল­াহ আল মামুন জানান, ল্যাবরেটরি স্কুল মোড়ে সততা এন্টারপ্রাইজ নামে একটি দোকান চুরির ঘটনায় রতনকে আটক করা হয়েছে। দোকানের চুরি যাওয়া মালামাল উদ্ধারে আদালতে রতনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ