খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২

ফুলতলায় মতবিনিময়কালে গোলাম পরওয়ার

জামায়াত সরকার গঠন করলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপদে ব্যবসা করতে পারবে

ফুলতলা প্রতিনিধি |
০১:৩১ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন একটা দেশের উন্নতি অগ্রগতি নির্ভর করে ওই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি অগ্রগতির উপর। এই জন্য একটা নির্বাচিত সরকারের অনেকগুলি কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ওই দেশের ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাকভাবে করতে পারে তার পরিবেশ সৃষ্টি করে দেয়া। তিনি বলেন ব্যবসায়ীরা নিরাপদে নির্বিঘেœ ব্যবসা করবে আর দেশ গঠনে ভ‚মিকা রাখবে। কিন্তু আমাদের দেশে চলে তার উল্টো। কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারি করে জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি করে। ফলে দাম বেড়ে যায়। কিন্তু সৎ, নৈতিকতা সম্পন্ন বিবেকবান মানুষ এ রকম করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলাম চায় এদেশের সৎ নৈতিকতা সম্পন্ন বিবেকবান ব্যক্তিরাই ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরাও ভালো নেই। ব্যবসায়ীদের উপর চলছে নিরব চাঁদাবাজি। আবার চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করার ঘটনাও ঘটছে যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। আমরা এ রকম অসভ্য বর্বর সমাজ চাইনা। আমরা বলতে পারি আল­াহর রহমতে ও আপনাদের ভালোবাসায় জামায়াত যদি সরকার গঠন করতে পারে তাহলে ব্যবসায়ীরা নির্বিঘেœ নিরাপদে ব্যবসা করতে পারবে। চাঁদার জন্য আর কোন ব্যবসায়ীকে হত্যার শিকার হতে হবেনা, কাউকে জীবন ভয়ে পালিয়ে বেড়াতে হবেনা। এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানির বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করার আহŸান জানান।
বৃহস্পতিবার রাত ৯টায় ফুলতলা বাজারের গামছা চান্দিনায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ব্যবসায়ী মোঃ শাহজাহান মোল­ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল­া, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ। মোঃ জাকারিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ মোঃ ওবায়দুল­াহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, কর্মপরিষদ সদস্য ড. আঃ আজিজ, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, ব্যবসায়ী মোঃ বরকতুল­াহ ভুঁইয়া বাটুল, শেখ আবু তালেব , আবু সাঈদ ভূঁইয়া,  পরিতোষ কুমার, আশরাফুল ইসলাম রাজু, ইমরুল কায়েস নিতু, মোঃ মিজানুর রহমান, শীতল মন্ডল, মোঃ মনিরুজ্জামান, সাইফুদ্দিন প্রমুখ।
ডুমুরিয়া প্রতিনিধি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার দিনব্যাপী এলাকায় জনসংযোগ ভোটার সমাবেশে করেছেন। এরই অংশ হিসেবে হাসানপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে ভোটার সমাবেশ ফিরোজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে ও হেদায়েত হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,  জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল­¬া, শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়  বিদেশ বিষয়ক সম্পাদক ড. একরাম উদ্দিন সুমন, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল­¬াহ, উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, যুব সভাপতি বি এম আলমগীর হোসেন, শ্রমিক নেতা মাওলানা সাইদুল­াহ হোসাইন, উপজেলা শিবির সভাপতি মফিজুর রহমান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ